এম.মামুন-ককসবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে ৭ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা সম্পন্ন হয়েছে।হস্তশিল্প, বাঁশের তৈরি ও নিজের তৈরি নানা পন্য, ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খাবার সহ আকর্ষণীয় বিভিন্ন দোকান গড়ে তোলা হয় মেলাটিতে। ৩০ ডিসেম্বর রামু উপজেলা প্রশাসন প্রাঙ্গণে সাত দিনের এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া, কক্সবাজার ৪ আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের স্ত্রী সেলিনা সরওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমীন, হেলভেটাসের নাসরীন আক্তার, রিপনচন্দ্র ভৌমিক, জিআইজেডের স্বপন কুমার সুত্র ধর, কহিনুর আক্তার, মোবাশ্বিরুল হক প্রমুখ। বক্তারা বলেন, উন্নত দেশগুলোতে নারীরা গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশও নারী নেতৃত্ব, ব্যবসায়ী ও চাকুরিতে অবদান রাখছে। নারী উদ্যোক্তা তৈরির মুল উদ্দেশ্য ছিল এ মেলার আয়োজন বলেও উল্লেখ করেন বক্তারা।প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলার বিভিন্ন এলাকা থেকে নব উদ্যোক্তা নারীদের পদভারে মুখরিত ছিল উপজেলা প্রাঙ্গণ।উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি সংস্থা হেলভেটাস বাংলাদেশের সার্বিক সহযোগিতা এ মেলার আয়োজন করা হয়।