উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় মারগাঁও গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে তাদের নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধার হওয়া স্বামী স্ত্রী হলেন উপজেলার মারগাঁও গ্রামের নিজামুদ্দিন হাজী পাড়া ওরফে আজরাইল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তাঁর পূত্রবধু শামসুন্নাহার বেগম (৩০)।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ৯মাস বয়সী কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে গিয়ে দেখে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে সেটি ভেঙে দেখে তারা শয়নকক্ষে একই রশিতে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১২-১৩ বছর পূর্বে একই গ্রামের দুলাল মেম্বার পাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সাথে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যেই বনিবনা ও সংসারে ঝগড়া লেগে থাকতো। এনিয়ে ইতিপূর্বে তাদের সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ ও মিমাংসা হয়েছে। তবে মৃত শামসুন্নাহারের পরিবারের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে উন্মোচন হোক। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে থানা পুলিশ।