ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩

পলাশপুর জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুভ উদ্বোধন করেন – লেঃ কর্নেল সোহেল আহমেদ,পিএসসি

মোঃ আরিফুল ইসলাম
জানুয়ারি ৩, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আরিফুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পলাশপুর জোন ৪০ বিজিবির আয়োজনে গোমতী বি কে উচ্চ বিদ্যালয়ের মাঠে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি ) বিকালে খেদাছড়া ব্যাটালিয়ন( ৪০ বিজিবি) পলাশপুর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো সোহেল আহমেদ পিএসসি, ইন্জিনিয়ার্স খেলার শুভ উদ্বোধন করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ আলতাফ হোসেন, প্রধান সহকারী মোঃ আইয়ুব আলী সহ বিভিন্ন সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, বড়নাল ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, আমতলী ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, গোমতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন লিটন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে পলাশপুর জোন এলাকার ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে। সেই সাথে যুব সমাজ খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে সামাজিক নানা অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।