ঢাকারবিবার , ২৭ নভেম্বর ২০২২

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শুভ উদ্বোধন

রবিউল ইসলাম
নভেম্বর ২৭, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

রবিউল ইসলাম- মেলান্দহ জামালপুর প্রতিনিধি
জামালপুরের মানুষের স্বপ্ন শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গড়ে উঠার পেছনে অক্লান্ত পরিশ্রম ও অবদান রেখেছেন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঢাকার দ্বায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি । তারই ধারাবাহিকতায় আজকে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাস আনুষ্ঠানিক ভাবে প্রথম ব্যাচের ২০২১-২২ বর্ষের উদ্বোধনী ক্লাস হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মো: নূরুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রাজু আহমেদ। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো: মুখলেছুর রহমান,জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সেলিম মিঞা ও মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন।

জানা যায়,বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ২০২১-২২ বর্ষের ১২৩ জন শিক্ষার্থী। ছাত্র ১০৭ জন ও ছাত্রী ১৬ জন। জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী এলাকায় ১৬.৮৮ একর জমি উপর ইঞ্জিনিয়ারিং কলেজ টি নির্মিত হয়েছে। ১২৩ জন শিক্ষার্থী নিয়ে প্রথম বারের মতো কার্যক্রম শুরু করলো।