আইনুল হক
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের বলাইহাট বাজারে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।
গত কাল মঙ্গলবার রাত ৯ টায় আনুষ্ঠানিক ভাবে ৮ নং দৌলতপুর ইউনিয়নের দলীয় কার্যালয় উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
৮ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে দৌলতপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের।
গত ১৫ বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হারু অর রশিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক , সাইমুল ইসলাম শামিম , সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, ৮ নং ওয়ার্ডের কৃষক দলের সবাপতি মজিবর রহমান, ৫ নল ওয়ার্ডের বিএনপি সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ৬ নল ওয়ার্ড সভাপতি সাকিম তুল্লাহ, সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আশাদুল ইসলাম পীরগঞ্জ উপজেলা ছাএদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন রেজা সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধনের পরে দোয়া খায়ের শেষে নেতা-কর্মীর মাঝে মিষ্ঠি বিতরণ করা হয়।