ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩

খুলনান দাকোপ উপজেলা পূজাউদযাপন পরিষদের শোক ও সমবেদনা জ্ঞাপন

স্বপন কুমার রায়
জানুয়ারি ৩, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!
                       

স্বপন কুমার রায়- খুলনা জেলা প্রতিনিধি
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সিনিয়র সদস্য অরুণ সাহা, র মৃত্যুতে দাকোপ উপজেলা পূজা উদ্ যাপন পরিষদের নেতৃবৃন্দের শোকবিবৃতি প্রদান করাহয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহা, সাম্পাদক সঞ্জয় কুমার মোড়ল, সিনিয়র সহসভাপতি দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়,গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়,প্রসেনজিৎ রায়,মুরারীমোহন থান্দার, এ্যাডঃদেবপ্রসাদ বৈদ্য,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা,অংগদ বাইন,বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী,শিবেন্দ্রপ্রসাদরায়, দূর্গপদরায়,প্রভাষরায়, নিহার রায়,সুধাংশু বৈদ্য,সমরেশ রায়, অতিন মন্ডল, সুকৃতি রায়,সুরঞ্জন রায়,সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার,প্রমুখ।