ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪

পুলিশ ও সাংবাদিক! 

Siam Hossen
জানুয়ারি ১৯, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নিজস্ব প্রতিবেদক :

 

সাংবাদিকদের কাজ অপরাধ তুলে ধরা,আর পুলিশের কাজ সেই অপরাধ নির্মুল করা।

 

পুলিশ হতে যেমন, ছয়মাস /একবছরের প্রশিক্ষণের দরকার হয়।

ঠিক তেমনি সাংবাদিক হতে হলে মৌলিক প্রশিক্ষণসহ সাংবাদিকতার আদর্শলিপি বেশি বেশি করে পড়তে হবে।

 

বাজার থেকে কাপড় কিনে পুলিশের পোশাক তৈরী করে রাস্তায় দাঁড়ালেই যেমন পুলিশ হওয়া যায়না,

ঠিক তেমনি গোলায় ও আইডি কার্ড আর হাতে কলম/ক্যামেরা নিয়ে রাস্তায় বেড় হলেই সাংবাদিক হওয়া যায়না।

 

একজন প্রকৃত সাংবাদিক হতে অবশ্যই সাংবাদিকতার আদর্শলিপি পড়তে হবে,

সেই সাথে সর্বশেষ সংশোধনীসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই ও ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ অন্যান্য বই বেশি বেশি করে পড়তে হবে।

 

কাহারও সাথে বিবাদ বা শত্রুতা করে সংবাদ পরিবেশন না করে এবং কোন অপরাধীর পক্ষ না নিয়ে,

সেই অপরাধীর অপরাধ তুলে ধরে সোপর্দ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।তখনই সার্থকতা পাবে সাংবাদিকতা।