ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩

তারাশের কৃতি সন্তান আব্দুস সালাম হলেন সিনিয়র সচিব

বেল্লাল হোসেন বাবু,
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

বেল্লাল হোসেন বাবু, রাজশাহী বিভাগীয় প্রধান :

কেএম আব্দুস সালামকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়।

কেএম আব্দুস সালাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের লাঙ্গলমারা তেঁতুলিয়া গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে।উপজেলার পরিচিতজন ও এলাকাবাসীরা আব্দুস সালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আজ রোববার তাড়াশের এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালাম স্যারের মতো সৎ ও যোগ্য কর্মকর্তার বাড়ি এই ইউনিয়নে হওয়ায় আমরা গর্বিত।’ উল্লেখ্য, কেএম আব্দুস সালাম ১৯৮৯ সালে এডমিন ক্যাডারে সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ১৯ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে যোগদান করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন।