
উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান,লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্লোগানে গৌরব ,ঐতিহ্য ,সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করেছে দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগ। বুধবার (৪ঠা জানুয়ারি) সকালে খানসামা উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (পাকেরহাটস্থ) জাতীয় সঙ্গীত পরিবেশনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,আলোচনা সভা,কেক কাটা ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে র্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের বর্তমান ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক লিটন রহমান লিটু এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম। আরও ছিলেন উপজেলা ছাত্রলীগের বর্তমান ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোস্তাওফিক আহমেদ শামিম,আবু হেনা,জারিফ খান জিয়ন সহ বিভিন্ন ইউনিটের সাবেক /বর্তমান ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীবৃন্দ।