ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪

নওগাঁর মান্দায় লাইসেন্সবিহীন গুদাম থেকে কোটি টাকার খাদ্য সামগ্রী জব্দ অতঃপর মাসুদ রানা নামে এক জন আটক

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ২৫, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁঃ

নওগাঁর মান্দায় মাসুদ রানা (৩৮) নামে একজন ব্যবসায়ী লাইসেন্স না করেই খাদ্য সামগ্রী মজুদ করে রাখায় তার গুদাম থেকে কোটি টাকার খাদ্য সামগ্রী জব্দ এবং ওই ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার পরাণপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এসময় গুদামটি সিলগালা করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পরাণপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা ময়দা ৮ হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি, ছোলা বুট ৪ হাজার ৭০০ কেজি ও লবণ ১২ কেজি।ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজের নামে কেনা। তবে এই নামে বা অন্য কোনো নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা।’ অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করবেন বলে জানানো হয়েছে।
নওগাঁ।