ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩

খানসামায় বেলান নদীর খনন কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

উজ্জ্বল রায়,
জানুয়ারি ৪, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীর ২টি ইউনিয়নের প্রায় ১১ কি. মি. খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। নদীর খনন কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। তারা বলছেন, জমিতে সেচ ও মাছ চাষের সুযোগ অনেক বাড়বে। পাশাপাশি বন্যার কবল থেকেও রক্ষা পাওয়া যাবে।

বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডাঙ্গাপাড়া ময়দান মাঠের পার্শ্বে প্রায় ৬ কোটি ব্যয়ে ১১ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী শাহ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভাবকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু শাহ্ সহ জেলা ও উপজেলা প্রকৌশলী ও নেতাকর্মীবৃন্দ।