ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩

শেরপুর খামারকান্দি ইউনিয়নে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

মাসুম বিল্লাহ,
জানুয়ারি ৪, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!
                       

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে খামারকান্দি ইউনিয়নের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষে গজারিয়া গ্রাম হইতে বোয়ালমারী গ্রামে যাওয়ার রাস্তায় বাহারুলের বাড়ির পশ্চিম পাশে খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

বুধবার (৪জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সানজিদা সুলতানা উদ্বোধন করেন। খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মহসিন মমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পিআইও অফিসার শামসুন্নাহার শিউলি, প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, বাবু, হেলালুদ তারিকুল হোসেন প্রমুখ।
পিআইও সূত্রে জানা যায়, গজারিয়া গ্রাম হইতে বোয়ালমারী গ্রামে যাওয়ার রাস্তায় বাহারুলের বাড়ির পশ্চিম পাশে খালের উপর ১৫ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পে ৭০লক্ষ ৫২ হাজার ৪২১.৯০টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে।