ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩

বগুড়ার শেরপুরে গাড়িচাপায় নিহত অজ্ঞাত যুবক

মাসুম বিল্লাহ
জানুয়ারি ৪, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃ
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) ভোরে শেরপুর পৌরশহরের হাসপাতাল রোড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় তার মৃত্যু হয়।
জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভবঘুরে জীবন-যাপন করতেন। ভোরে পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রাস্তায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন সরকার জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নামপরিচয় জানতে চেষ্টা চলছে। লাশটি মর্গে আছে।