
রবিউল ইসলাম -জামালপুর জেলা প্রতিনিধি
দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেয়া ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠন বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন এই ছাত্র সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা চড়বাণী পাকুরিয়া ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । চরবানি পাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে (৪ জানুয়ারি ) বুধবার বিকেল ৫ টায় চরবানী পাকুরিয়া ইউনিয়নের প্রধান দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয় । এসময় উপস্থিত ছিলেন ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মুজিবুর রহমান । ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ও চরবানী পাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।