ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩

পাকেরহাটে মা মনি বস্ত্র বিতান এন্ড শপিং মল উদ্বোধন,কেনাকাটা করলেই ২টি লটারি ফ্রি

উজ্জ্বল রায়,
জানুয়ারি ৫, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাইপাস রোড পেট্রোল পাম্পের পার্শ্বে আনুষ্ঠানিক ভাবে উপজেলার সুনামঅর্জন কারী কাপরের দোকান (একদর) “মা মনি বস্ত্র বিতান এন্ড শপিং মল”এর শুভ উদ্বোধন। বিঃদ্রঃকেনাকাটা করলেই নগদ ১টি।১মাস পরে আরেকটি মোটঃ ২টা লটারি ফ্রি।

বৃহস্পতিবার সকালে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল, ফুলেল শুভেচ্ছা,আলোচনা সভা ও ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় “মা মনি বস্ত্র বিতান এন্ড শপিং মলের সত্বাধিকারী রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা ওসি চিত্ত রঞ্জন রায়, সৈয়দপুর উত্তরা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক খলিল ভুইঁয়া, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, আলহাজ্ব আঃ মোমেন শাহ্, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক সহ সুধীসমাজ।