ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩

নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে, নওগাঁ র‍্যাব-৫ জয়পুরহাট চার প্রতিষ্ঠানকে ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ৫, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ

ভেজাল গুড় তৈরির দায়ে মহাদেবপুরের ০৪ ব্যবসায়িকে ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা এবং বিপুল পরিমানে ভেজাল গুড় ধ্বংস করা হয়। নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলায় আজ ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে মহাদেবপুর উপজেলায় মথুর কৃষ্ণপুর এলাকায় অবস্থিত অস্বাস্থ্যকর পরিবেশে সুজি, ময়দা, চিনি ও কাপড়ের ব্যবহৃত রং সমন্বয়ে ভেজাল গুড় তৈরির দায়ে বুলেট গুড় ঘর কে ৩০,০০০/- জরিমানা করেন। একই অপরাধে আমজাদ গুড় ঘর কে ৩০,০০০/- টাকা, মালেক গুড় ঘর কে ২০,০০০/- টাকা এবং জামাল গুড় ঘর কে ৮০,০০০/- টাকাসহ সর্বমোট ১৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযানে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সিপিসি-৩, র‌্যাব-০৫ এর একটি চৌকষ টিম সহযোগীতা করেন। এছাড়াও জেলা সরকারী লাইব্রেরিয়ান এস এম আশিফ এ সময়ে উপস্থিত ছিলেন।