
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ দৌলতখান উপজেলা শাখার আয়োজনে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এই শ্লোগানে ৪ জানুয়ারী রোজ বুধবার নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির শুরুতে উপজেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। সকাল ১১টায় র্যালিও আলোচনা শেষ করে দৌলতখান দক্ষিণ মাথায় টাউন হলের কক্ষে উপজেলা ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে নিয়ে কেক কাটা অনুষ্ঠান পালন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুর রহমান মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হামিদুর রহমান টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক জুবায়ের হোসেন জাবু, যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ প্রমুখ। এছাড়া সভায় পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।