ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩

লোহাগড়ার দিঘলিয়ায় এক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আজিজুর বিশ্বাস
জানুয়ারি ৬, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, মাদক নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতামূলক বক্তৃতা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজ ও দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পর্ষদের সহযোগিতায় কলেজ চত্বরে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, মাদক নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতামূলক বক্তৃতা বৃহস্পতিবার বেলা ১০ টায় অনুষ্ঠিত হয়।

নবগঙ্গা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাশিদুল বাসার ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস। প্রধান আলোচক ছিলেন লোহাগড়া সরকারী আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রহিম। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর অ্যাডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস সরদার, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক সাইফুল আলম তুহিন, সৈয়দ খায়রুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আবদুল আলিম শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুল কলেজ শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ,ছাত্র-ছাত্রীগণ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক বৃন্দ।