ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁও-৩ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃ শরিফুল ইসলাম
জানুয়ারি ৬, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ শরিফুল ইসলাম-ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পদত্যাগ করায় শূন্য ঠাকুরগাঁও ৩ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, বৃহস্পতিবার নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীরা আচরণবিধি মেনে তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন,

প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গোপাল রায় (স্বতন্ত্র), ন্যাশনাল পিপলস্ পার্টির শাফি আল আসাদ, জাকের পার্টির এমদাদুল হক, বিএনএফ পার্টির সিরাজুর ইসলাম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও ৩ আসনের রিটার্নিং অফিসার সাহাতাব উদ্দিন জানান, শূন্য আসনটিতে ইলিক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রার্থী ভোটারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি,