ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩

“ভূরুঙ্গামারীতে শীতার্তদের পাশে সোস্যাল ভলান্টিয়ার অফ বাংলাদেশ “

দৈনিক প্রথম বাংলাদেশ
জানুয়ারি ৬, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!
                       

বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম) ঃ-

কুড়িগ্রাম এর প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জনপদের একটি ভূরুঙ্গামারী উপজেলা উত্তরের জনপদ গুলোর মধ্যে প্রায় বেশী ঠান্ডা অনুভূত হয়, গত ( ০৪ ঠা জানুয়ারি) বৃহস্পতিবার রাতে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল( বৃহস্পতিবার) রাতে সোস্যাল ভলান্টিয়ার অফ বাংলাদেশ এর ভলান্টিয়ার ও মেইক এ চেঞ্জ ফাউন্ডেশন এর ভলান্টিয়ারদের সহোযোগিতায় ভূরুংগামারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয় । এ সম্পর্কে জানতে চাইলে সোস্যাল ভলান্টিয়ার অফ বাংলাদেশ এর মুখোপাত্র জনাব,মোঃ জাহিদুল হাসান জানান ” সোস্যাল ভলান্টিয়ার অফ বাংলাদেশ ফাউন্ডেশনের এটি চলমান প্রক্রিয়া তাছাড়া আমরা সব সময় অসহায় মানুষের পাশে ছিলাম, আমরা সামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি আমাদের যাত্রার শুরু থেকেই ইনশাআল্লাহ এ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে বলে আমি আশা করি।