রাজশাহী (পুঠিয়া) উপজেলা প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ্ মাজারের পাশে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছেন একজন।শুক্রবার (৬ জানুয়ারী) দুপুর ১.টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। জানা যায় নাটোর থেকে ছেড়ে আসা হাইস মাইক্রোবাস বিড়ালদহ্ মাজার শরীফ পার হয়ে রাজশাহীর দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী উক্ত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন, ব্যক্তির নাম বাচ্চু ইসলাম, বিড়ালদহ্ মাজার এলাকার ইমরানের ছেলে। দুর্ঘটনাটির সাথেই হাইস মাইক্রোবাসে আগুন লেগে যায়, দ্রুত মাইক্রোবাসটির ড্রাইভার বাহিরে বের হতেওর সেই সাথে যাত্রী গন নামতে সক্ষম হয়।মাইক্রোবাসে আগুনের সূত্রটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে। এই বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদের বলেন, মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি তদন্ত শেষে বলা যাবে। মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কোন অভিযোগ না থাকায়, মৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।