ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩

আমতলীর মহিষকাটা বাজারে বিটপুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসাইন
জানুয়ারি ৭, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধি

বরগুনার আমতলী থানা কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে শুক্রবার বিকালে বিট পুলিশিং সভা ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেল ৪ টার সময় উপজেলার কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান।
গভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সিসি ক্যামেরা স্থাপন,মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, আমতলী থানার ওসি (তদন্ত ) রনজিৎ কুমার সরকার, কুকুয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আজিজুর রহমান, ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম মাতুব্বর, ইউপি সদস্য নিজাম মাতুব্বর,ইউপি সদস্য মোশাররফে হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।