ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪

সংবাদিকদের উদ্যোগে মগরাহাট প্রেস ক্লাবে ইফতার পার্টি ও অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে উপহার স্বরূপ বস্ত্র বিতরণ।

বাইজিদ মণ্ডল
এপ্রিল ৮, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

পশ্চিমবঙ্গ:-

এই সমাজে অনেক অসহায় দুঃস্থ মানুষ আছে যারা দিন আনে দিন খায়,অনেকে নুন আনতে পান্তা ফুরায় পাশাপাশি কেউ ভিক্ষা করে দুয়ারে দুয়ারে,দোকানে দোকানে। কেউ বা একটাকা দুটাকা দেয়।কেউ বা দেয়না। কারও কাছে দুপুরে খাওয়ার অনুরোধ জানালে কেউ আন্তরিকতায় খাইয়ে তৃপ্তি পায়।কেউ বা অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয়।এই সমাজে অন্যরা যখন উৎসবে নুতন নুতন জামাকাপড় পরে ঘুরে বেড়ায় মহা আনন্দে।এরা তখন কঠিন বাস্তবতা কে মেনে নীরবেই রয়ে যায়। ঠিক এমনি পেক্ষাপটে মগরাহাট প্রেস ক্লাবের মানবিক উদ্যোগের যথার্থ প্রতিফলন দেখা গেল,সাংবাদিকদের উদ্যোগে ইফতার মজলিস ও বস্ত্র প্রদান। সূত্রে জানা যায় পশ্চিম বঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট প্রেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই ইফতার মজলিস বস্ত্র প্রদান অনুষ্ঠান। মগরাহাট প্রেস ক্লাবের উদ্যোগে ও কলকাতার অনুভূতি সেবা কেন্দ্রের সম্পাদক অমল কর্মকারের সহযোগিতায় প্রায় শতাধিক পুরুষ ও মহিলাদের হাতে ঈদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ,সালোয়ার কামিজ ও জামা তুলে দেয়া হয়। ঈদের আগে নতুন বস্ত্র উপহার পেয়ে খুশি সকলে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই খুশির ঈদের উপহার দেওয়া হয় সকলকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌরভ বিশ্বাস, ডায়মন্ড হারবার প্রেস কর্ণারের সভাপতি তথা সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, মগরাহাট প্রেসক্লাবের সম্পাদক ওয়ারিশ লস্কর,এছাড়াও বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আলম,হেদায়তুল্লা পুরকাইত, কুতুব উদ্দিন মোল্লা, মমিন আলী নাজির হোসেন লস্কর, জাহাঙ্গীর দেওয়ান,সফিকুল লস্কর সহ একাধিক সাংবাদিকরা। সম্পূর্ণ প্রোগ্রামটি সঞ্চালনা করেন শিক্ষক কবির খান, এবং সহযোগিতার করেন লালটু বাবু, সামাদ লস্কর ও রাকেশ লস্কর সহ একাধিক ব্যক্তিরা।ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সৌরভ বিশ্বাস জানান সংবাদিক রা রোদ জল বৃষ্টিতে উপেক্ষা করে এরা প্রতিনিয়ত সংবাদ পরিবেশন করে থাকেন-তাদের উদ্যোগে এমনই কর্মযজ্ঞ। যারা সমাজের জন্য সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক বিষয়গুলি তুলে ধরেন, শুধু খবরের মধ্যে সীমাবদ্ধ নয় এই সমস্ত সাংবাদিকরা তারা সমাজের মানুষদের জন্য কিছু করার উদ্যোগ নিয়ে এমনই অনুষ্ঠানের সামিল হলেন তারা। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন জানান সাংবাদিক সামাজিক কাজকর্মের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা অন্যতম বলে মনে করি। সাংবাদিকদের এহেন মানবিকতায় আপ্লূত এলাকার অসহায় দুঃস্থ মানুষ ও ভিক্ষুকরা তারা জানান পবিত্র রমজান শেষে ঈদের নুতন পোষাক পেয়ে আমরা খুশি।সংবাদিক রা আমাদের কথা ভেবেছেন,তাতে আমরা কৃতজ্ঞ। কিংশুক ভট্টাচার্য তিনি তাঁর বার্তায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে সংহতির আবেদন জানান উপস্তিত প্রত্যেক মানুষের কাছে। ইফতার মজলিসে ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসা সফিকুল ও রফিকুল প্রমুখ জানান আমরা জাতি ভেদাভেদ কারী সমাজ চাইনা,আমরা চাই,মোরা একই বৃন্তের দুটি কুসুম’ হয়ে বরাবর থাকতে।