ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪

নওগাঁয় জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রেশমা আহত

Siam Hossen
এপ্রিল ৯, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রেশমা আক্তার বানু (৪০) নামে এক গৃহবধূ মারাত্মক আহত হয়েছেন। তিনি উপজেলা সদরের হাসপাতালপাড়া চকগোবিন্দ গ্রামের এনামুল হকের স্ত্রী ও ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। এনামুল হক অভিযোগ করেন যে, তিনি ওই স্থানে জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেন। শনিবার প্রতিপক্ষরা তার নির্মিত বাড়ির দেয়াল দিয়ে উপরে উঠে ভাংচুর করতে থাকে। রেশমা তাদেরকে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। তারা ইট দিয়ে রেশমার মাথায় আঘাত করলে মাথা কেটে যায়। তার মেয়ে মোবাইলফোনে মারপিটের ভিডিও ধারণ করলে তার উপরও হামলা করে মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এব্যাপারে ওই গ্রামের মো: আব্দুলের দুই ছেলে আব্দুর রহিম ও কালাম, কালামের ছেলে নাজমুল, স্ত্রী নাজমা ও রহিমের স্ত্রী সুমাইয়ার বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মহাদেবপুর থানার এসআই আশীষ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে এনামুল হক জানান, তিনি আব্দুলের নিকট থেকে চার শতক জমি কিনেছেন সামনের রাস্তা ছাড়া। দলিলে ‘রাস্তা ছাড়া’ বিষটি উল্লেখ থাকলেও প্রতিপক্ষরা রাস্তাও তার মধ্যে ফেলে নতুন নির্মিত বাড়ি ভেঙ্গে দখল নিতে চায়। জানতে চাইলে আব্দুলের ছেলে আব্দুর রহিম জানান, জমি মাপামাপি করতে চাইলেও এনামুল মাপতে চান না। তারা মারপিট করেননি বলেও দাবি করেন।
নওগাঁ।