ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪

নওগাঁর মহাদেবপুরে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অনুকুল চন্দ্র সাহা (বুদু)

উজ্জ্বল কুমার সরকার
এপ্রিল ১০, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু। সোমবার (৮ এপ্রিল) তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার গত ৩ এপ্রিলের ৪৬.০০.০০০.০৪৬.২৬.০২৮.১৫-২৪০ নম্বর স্মারকে সিনিয়র সহকারি সচিব পুরবী পোলদার স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয় যে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আহসান হাবীব ১২ মার্চ ২০২৪ তারিখে দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা চেয়ারম্যানের অসুস্থ/অনুপস্থিতকালীন সময়ে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ১৫(২) ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ অনুকুল চন্দ্র সাহাকে আর্থিক ক্ষমতাসহ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।
সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিস কক্ষে গিয়ে দেখা যায় উপজেলা চেয়ারম্যানের জন্য নির্ধারিত চেয়ারের পাশে অন্য একটি ছোট চেয়ারে বসে অফিস করছেন শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু। তিনি জানান, আজই তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।
নওগাঁ।