ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩

আবারো ঝরে গেল রাজশাহী পুঠিয়ায় দুর্ঘটনায় আরেকটি প্রাণ

মোঃ মিজানুর রহমান (কালু)
জানুয়ারি ৭, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!
                       

রাজশাহী (পুঠিয়া) উপজেলা প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)

আজ (৭-জানুয়ারি) সকাল সাতটার দিকে ডাকমারা গোরস্থান,নামক ওই স্থানে সড়ক দুর্ঘটনা টি ঘটে, স্থানীয় সূত্রে জানা যায়,সকাল সাতটার দিকে একটি ভ্যান গাড়িকে রাজশাহীর দিক থেকে আসা একটি বালুর টাক পেছন থেকে ধাক্কা দেয়,তাৎক্ষণিক ভ্যানের চালক টাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের পরিচয়,মোঃ আয়নাল হোসেন (৪৫) তিনি একজন ভ্যান চালক,গ্রামঃ গন্ডগোহালী থানাঃ পুঠিয়া জেলাঃ রাজশাহী। নিহতের পরিবার বলেন,টাকটি চাপা দিয়ে পালিয়ে যান,এই ব্যাপারে কোন মামলা এখন পর্যন্ত হয়নি,আমরা থানায় মৌখিক অনুমতি নিয়ে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি।