ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩

আতাইকুলায় বিশ্বাস সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

Siam Hossen
জানুয়ারি ৯, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!
                       

পাবনা সংবাদদাতা,
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন বিরূপ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে চলছে তীব্র শৈত্য প্রবাহ প্রচন্ড ঠান্ডায় অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ কাজের সন্ধানে বের হতে পারছে না , এ সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পাবনার আতাইকুলায় প্রতিষ্ঠিত বিশ্বাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আতাইকুলা প্রি ক্যাডেট স্কুলে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি রাসেল বিশ্বাস ,কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সারোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সমাজসেবা অফিসার সাঁথিয়া উপজেলা, মোহাম্মদ আবুল হাসনাত সাধারণ সম্পাদক আর আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগ ,আরো উপস্থিত ছিলেন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ কামাল , সুলতান মাহমুদ সহকারী শিক্ষক ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির কর্ণধার রাসেল বিশ্বাস জানান আমাদের প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক অলাভজনক সমাজসেবামূলক সংস্থা মানবিক সহায়তায় বিভিন্ন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর প্রণান্তর চেষ্টা করে যাচ্ছি, তারাই ধারাবাহিকতায় প্রচন্ড শীতে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতা থেকেই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে ও আত্মপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই আমার প্রতিষ্ঠান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কার্যক্রম চালিয়ে যাবে। উল্লেখ্য বিশ্বাস সমাজ কল্যাণ সংস্থা বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে।

কামরুল ইসলাম
পাবনা সংবাদদাতা
০৮/০১/২০২৩