ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩

লোহাগড়ায় ডাকাতি মামলার দেড় বছর পরে ৩ ডাকাত গ্রেফতার।

মোঃ আজিজুর বিশ্বাস
জানুয়ারি ৯, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া থানায় মামলার দেড় বছর পরে পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার। এঘটনায় লোহাগড়া থানায় কেয়া খানম বাদী হয়ে একটি ডাকাতি মামলা রজু করা হয়েছে, যার তারিখ ২০ জুন ২০২১। মামলা সুত্রে জানাযায় গত ১৬ জুন ২০২১ তারিখে কালনা গ্রামের আরিফুর রহমান ( পলাশ মুন্সি) র বাড়িতে গভীর রাতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়।ডাকাতরা দালানের গ্রীলের তালা ভেংগে দালানে ঢুকে আনুমানিক ১ লাখ ৪০ হাজার নগদ টাকা সহ মালামাল ও ২ টি টাচ ফোন নিয়ে যায়। এসময় বাদীর বোন হিরা বেগম ডাক চিৎকার করলে তাকে কুপিয়ে যখম করে ডাকাতরা। লোকজনের আগমন টেরপেয়ে দ্রুত এলাকা ত্যাগ করে তারা
টাচ ফোনের আইমি নং দিয়ে পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের সনাক্ত করতে সক্ষম হয়ে নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্বাবধানে গত ৮ জানুয়ারি ২০২৩ তারিখ গভীর রাতে ইন্সপেক্টর আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে এস আই অমিত বিশ্বাস,রাজিবুল সহ পুলিশের ২ টি আভিযানিক দল রাতে ও দিনে অভিযান পরিচালনা করে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নোয়াগ্রামের মোঃ ওয়াদুদ শেখের ছেলে আব্দুর নূর তুষার (২৩), -আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃসিজু ওরফে সাজ্জাদ , ও মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ জসিম খান (২৩) কে গ্রেপ্তার করে। এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০