ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩

নওগাঁয় ১৪০ টি মন্দির মসজিদ সংস্করণের সোয়া ৮৬ লাখ টাকার ফরম ৬ টি শীতের পোষাক কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ৯, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে মসজিদ-মন্দির সংস্করণের জন্য ৮৬ লাখ টাকার ফরম বিতরণ করা হয়েছে। এসময় সদর উপজেলার গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক। এসময় প্রধান অতিথি ১৪০টি মসজিদ-মন্দিরের সংস্করণের জন্য ৮৬ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকার ফরম ও ৬শ টি শীতের পোশাক কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমার বাবা মরহুম আব্দুল জলিল যতদিন বেঁচে ছিলেন, ততদিন এই নওগাঁ পৌরবাসীর উন্নয়ন হয়েছে। বর্তমান নওগাঁ পৌর মেয়র দীর্ঘ ১৫ বছর যাবত নওগাঁ পৌরসভার কোন উন্নয়ন করেন নাই। বর্তমান সরকার জনসাধারণের কল্যাণে দেশের সব জায়গায় সমানভাবে বরাদ্দ দিচ্ছেন। কিন্তু নওগাঁ পৌর মেয়র তা জনসাধারণের কল্যাণে ব্যবহার না করে নিজের পকেট ভরাচ্ছেন। এখন আর সমালোচনা করার সময় নয়, এখনই প্রতিবাদ করার সময়। আপনারা বর্তমান নওগাঁ পৌর মেয়রের বিরুদ্ধে রুখে দাঁড়ান বলেও জালান তিনি।