ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩

কক্সবাজার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পৌর আ.লীগের কর্মসূচি ঘোষণা

এম. মামুন
জানুয়ারি ৯, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!
                       

এম. মামুন ককসবাজার জেলা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও দিনব্যাপি নানা কর্মসূচির ঘোষণা করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে রোববার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১০ জানুয়ারী সকাল ১০টায় পৌর আওয়ামী লীগের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ১০ টায় দোয়া মাহফিল, বেলা ১১টায় বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মিছিল সহকারে যোগদান করা। এছাড়া সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আগামী ১১ জানুয়ারী কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দৌলত ময়দানে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, সহ-সভাপতি মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক দীপক দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মিন্টু দাস, সহ-দফতর সম্পাদক সোহেল রানা, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১২নং ওয়ার্ড যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, পৌর আওয়ামী লীগ নেতা সাগর পাল সহ আরও অনেকে।