ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩

বাড়ছে নিরাপত্তা ঝুঁকি: ক্যাম্পে ফের দুই রোহিঙ্গা মাঝি খুন

এম.মামুন
জানুয়ারি ৯, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!
   
                       

এম.মামুন-ককসবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ফের দুই রোহিঙ্গা মাঝি খুন হয়েছে। ক্যাম্পে একের পর এক খুনের ঘটনায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এতে সাধারণ রোহিঙ্গার পাশাপাশি স্থানীয়রাও রয়েছেন আতংকে। এদিকে রোববার সকালে উখিয়ার বালুখালী ৮-ইস্ট ক্যাম্পের ‘বি-৭৬’ ব্লকের সাব-মাঝি মোঃ সলিম (৩৭) এর লাশ রাস্তায় পাওয়া যায়। নিহতের আত্মীয় জানান, রোববার ফজরের নামাজের পর উক্ত ক্যাম্পের বি-৮২ নম্বর ব্লকের একটি মসজিদের সামনে রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন রোহিঙ্গা মুসল্লীরা। পরে পাশে গিয়ে মুসল্লীরা সনাক্ত করেন রাস্তায় পড়ে থাকা ব্যক্তি তাদের ক্যাম্পে ‘ব্লক’ র সাব-মাঝি মোঃ সলিমের।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নিহত রোহিঙ্গা ৮- ইস্ট ক্যাম্পের বি-৭৬ ব্লকের আবদুস সোবহানের পুত্র মো. সলিম। অন্যদিকে শনিবার রাতে জামতলী ১৫ নম্বর ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি মোঃ রশিদ ছুরিকাঘাতে খুন করে দুষ্কৃতিকারিরা। উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ বলেন, ক্যাম্প ১৫ এর এ ব্লকের হেড মাঝি মোঃ রশিদকে ৩ জন দুষ্কৃতিকারী ব্লক এ/৫ এ তার ২য় স্ত্রীর ঘরে ঢুকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের অন্যান্য রোহিঙ্গারা গুরুতর আহত রশিদকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ব্যক্তিগত শত্রুতার জের হিসেবে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এর আগে গত ২৬ ডিসেম্বর বেলা ১১ টার দিকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে উখিয়ার বালুখালী ৮-ইস্ট ক্যাম্পে মোহাম্মদ হোসেন প্রকাশ শফিক (৪০) নামের এ রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছিলেন। আর গত শুক্রবার বিকেলে উখিয়ার বালুখালী ৮- ইস্ট ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। মুখোশধারী অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি বুধবার (৪ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ১-ইস্ট ক্যাম্পে হেডমাঝি জাহাঙ্গীর আলম (২৯) ও তার ছোট ভাই ছৈয়দ আলম (২৬) কে গুলিবিদ্ধ হন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়ার বালুখালী ৮ – ইস্ট ক্যাম্পে ১০-১২ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে বি/৩৯ ব্লকের মোঃ হাশিমের পুত্র মোহম্মদ নবী গুলিবিদ্ধ হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের ১০/১২ জন সদস্যদের একটি গ্রুপ বি/৩৯ ব্লকে প্রবেশ করে ৫/৭ রাউন্ড ফায়ার করে। এতে উক্ত ক্যাম্পের একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।