
স্টাফ রিপোর্টারঃ
জীবননগর উপজেলার ভৈরব নদীর ধারে গাভী মাটি অবৈধভাবে বিক্রি করে আসছে খননের শুরু থেকে। জীবননগর, দিহাটি,কাশিপুরে ভৈরব নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি কে কেন্দ্র করে যুবলীগ কর্মী মিন্টুকে পিটিয়ে যখম দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার। ভৈরব নদীর পাড় বাঁধানোর মাটি বিক্রির টাকা ভাগাভাগিতে মারামারিতে যখম হাসাদা যুবলীগর কর্মী মিন্টু তিনি বর্তমান জীবননগর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে ভর্তি আছে। জীবননগর, দেহাটি-কাশিপুর ভৈরব নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি কে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে হাসাদাহ এর যুবলীগ কর্মী মিন্টু কে পিটিয়ে যখম ও ২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য খাসিয়ার রহমান মিঠু লাঞ্ছিত হয়েছে বলে জানা গেছে। গত রোববার আনুমানিক সকাল ১১ টায় ভৈরব নদীর পাড় বাঁধানোর মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের সংঘর্ষে যুবলীগ সর্মথক মিন্টু ও রিপন গুরুপ এর মধ্যে হাতাহাতির সময় মিন্টুর নিকট হতে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানা যায়, পরবর্তীতে আহত মিন্টুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা প্রদান করে তার শাশুড়ীর বাড়ীতে রেখে আসে স্থানীয়রা । এ ঘটনায় যুবলীগ কর্মী মিন্টু জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক জানিয়েছেন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।