উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ
নওগাঁর পত্নীতলায় হাবারু (৬৫) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সাড়ে ১০টায় উপজেলার পত্নীতলা বাজার এলাকার ব্রীজ সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধর বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাথান এলাকার মৃত রাজমোহনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব।
ওসি বলেন, মৃত হাবারু গ্ৰাম এর বাড়ি থেকে নজিপুরে ছেলের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল সন্ধ্যা একটু আগে আবাদপুকুর এলাকায় ভাতিজির বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। কিন্তু রাতেও সেখানে পৌঁছায় না। সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাড়ে ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেখানে একটি বড় ড্রেন ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই ড্রিন পার হতে গিয়ে পড়ে গিয়ে বয়স এর কারনে আর উঠতে পারনি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই ঘটনায় থানায় একটি ইউইডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।