ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩

নওগাঁয় চুরি হওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার, আন্তঃজেলা মাসুদ রানা সহ ৭ জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ১১, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার গোপিনাথপুর মোড়ে অবস্থিত ০১টি রাইস মিল থেকে চোর চক্রের সদস্যরা একটি বৈদ্যুতিক মিটার চুরি করে। এছাড়াও গত ২৫ ডিসেম্বর মহাদেবপুর ঘোষপাড়া মোড় এ অবস্থিত রুমা লেদ ঘর এবং কুঞ্জবন বাজার এর একটি লেদ ঘর থেকে ০২টি বৈদ্যুতিক মিটার চুরি হয়। এই বৈদ্যুতিক মিটার চোরেরা বৈদ্যুতিক মিটার ফিরে পেতে ০২টি করে মোবাইল ফোন নম্বর মিটার বক্সের মধ্যে রেখে যায় এবং ঐ নাম্বার গুলোতে ফোন করলে তারা বিকাশ ও নগদ এর মাধ্যমে চাঁদা দাবি করে। এই বৈদ্যুতিক মিটার চুরি সংক্রান্তে মোঃ নেজামুল ইসলাম (৪৫), পিতা-আলহাজ্ব মোঃ সাহজাহান আলী, সাং-গোপিনাথপুর, থানা-মহাদেবপুর জেলা-নওগাঁ বাদী হয়ে মহাদেবপুর থানায় বৈদ্যুতিক মিটার চুরির একটি এজাহার করেন।
উক্ত চুরির ঘটনার পর পরই জড়িত চোরদের সনাক্তকরণ, গ্রেফতার, চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার এবং চাহিত মোবাইল ফোন উদ্ধারে পুলিশ তৎপর হয়। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ গাজিউর রহমান পিপিএম এর সার্বিক সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। গত কাল ০৯ জানুয়ারি২০২৩ তারিখ রাতে চৌকশ অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর জনাব জয়ব্রত পালের নেতৃত্বে পুলিশ টিম নওগাঁ সদর থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য মোঃ মাসুদ রানা (৩২) পিতা-মৃত আঃ লতিফ সাং-আনন্দনগর মোঃ রবিন সরদার (২৫) পিতা-মোঃ রাজু সরদার মোঃ আশিক হোসেন(২৩) পিতা-মোঃ আনোয়ার হোসেন উভয় কাদোয়া বটতলা (পশ্চিমপাড়া) সর্ব থানা ও জেলা নওগাঁ মোঃ জাহাঙ্গীর আলম (৩০) পিতা-মোঃ আব্দুল আলীম মন্ডল সাং-শিমুলিয়া থানা ও জেলা-জয়পুরহাট মোঃ ইউসন হোসেন (২৪) পিতা-মোঃ কিনা হোসেন সাং-চকরামপুর(মিথ্যাপাড়া) মোঃ হারুনুর রশিদ হারুন(২৫) পিতা-মোঃ হাবিবুর রহমান এবং মোঃ শহিদ মন্ডল (৩২) পিতা- ইসলাম মন্ডল উভয় সাং-আনন্দনগর(পশ্চিমপাড়া) সর্ব থানা ও জেলা-নওগাঁ গনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ নওগাঁ, বগুড়া এবং তায়পুরহাট জেলায় বৈদ্যুতিক মিটার চুরির কথা স্বীকার করে। চোরদের দেওয়া তথ্য মতে একটি বৈদ্যুতিক মিটার মাটির নিচ হতে উদ্ধার হয়। বৈদ্যুতিক মিটার বক্সে রাখা ০৬টি মোবাইল ফোন নম্বরসহ সীম কার্ড এবং মোবাইল ফোন জব্দ করা হয়। বাকি আরেকটি বৈদ্যুতিক মিটার উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। আজ আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য যে, এ মামলায় পূর্বে নুর ইসলাম এবং অন্তর নামে আরও দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছিল