ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত।

সাইমন হোসেন
জানুয়ারি ১২, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!
                       

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে নাইট কোচের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন।বুধবার (১১ জানুয়ারী) রাত আনুমানিক ৮ টার সময় সদর উপজেলার ছোঁটখোচাবাড়ি তেঁতুলতলা কেবি ফিলিং স্টেশন এর সামনে এই দূর্ঘটনা ঘটে।নিহত মাহবুবর রহমান (১৮) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা ও আহত তসছিফুর রহমান (৫০) একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা চাচাতো ভাই।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুজন মোটরসাইকেল আরোহী দিনাজপুর জেলার বকুলতলা হতে ঠাকুরগাঁও শহর দিকে আসছিলেন। এসময় সদর উপজেলার তেঁতুলতলা কেবি পাম্পের কাছাকাছি এলে একটি নাইট কোচ তাদের সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই কোচের চাকার পৃষ্ট হয়ে একজন মারা যায়। অপরজনকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি একজন মারা গেছে এবং অপরজনকে এম্বুলেন্সে হাসপাতালে পাঠাই। সেই সাথে নিহত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করি।