ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩

ইমতিয়াজ-শরীফের নেতৃত্বে কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ

Siam Hossen
জানুয়ারি ১২, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

কুবি প্রতিনিধি:

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ শাহরিয়াকে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের মো: শরিফ উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ই জানুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি মুনিম হাসান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ্ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে নতুন সভাপতি ইমতিয়াজ শাহরিয়া বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ সর্বজন স্বীকৃত সর্ববৃহৎ অরাজনৈতিক আঞ্চলিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের বিপদ-আপদ, সহ-শিক্ষা কার্যক্রম, দারিদ্র শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি।

তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়াকে প্রতিনিধিত্ব করে থাকি। অতীতেও এই সংগঠনের ব্যাপক সুনাম ছিল। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেলা তাই এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে তাদের যেকোন সমস্যাই এই সংগঠন সর্বাত্মক সহযোগিতা করে থাকবে।