ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩

বগুড়ায় আগুন পোহাতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূর

আব্দুল কাইয়ুম
জানুয়ারি ১২, ২০২৩ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

(বগুড়া) প্রতিনিধিঃ-

বগুড়ার শাজাহানপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রিমু বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রিমু বেগম উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল মান্নান তালুকদারের স্ত্রী। এর আগে, গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তার নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ছিলেন। অত্র ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, গত শনিবার (৭ জানুয়ারি) রিমুর বাড়ির আঙিনায় কিছু ছেলে-মেয়ে শীতের কারণে খড়কুটা দিয়ে আগুন জ্বালায়। সেখানে রিমু আগুন পোহানোর জন্য এসে দাঁড়ান। এ সময় অজান্তে তার শাড়ির আঁচলে আগুন ধরে শরীরের দুই তৃতীয়াংশ অগ্নিদগ্ধ হয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। অবশেষে ৪ দিন পর বুধবার (১১ জানুয়ারি) ভোর ৬টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা যায় , রিমু বেগমের ৭ বছরের একটি ছেলে এবং দেড় মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে। নিহতের স্বামী আব্দুল মান্নান তালুকদার ও শ্বশুর ইদ্রিস আলী তালুকদার দুজনেই দিনমজুর হিসেবে কাজ করে। এ ঘটনায় অবুঝ শিশুকে রেখে মায়ের অকালমৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শাজাহানপুর থানার (তদন্ত ) ওসি আব্দুর রউফ জানান, শজিমেক হাসপাতালে মৃত্যুবরণ করায় সদর থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।