ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২

বগুড়ায় কিশোর গ্যাং,চাঁদাবাজি ও মাদক বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সুজনের স্মারকলিপি প্রদান!

বেল্লাল হোসেন বাবু,
নভেম্বর ২৯, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

রাজশাহী বিভাগীয় প্রধান :

বগুড়ায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক ক্রয়-বিক্রয় বন্ধে গত (২৮ নভেম্বর) সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে স্মারক লিপি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন বগুড়া জেলা কমিটি।

বগুড়া জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। অপরদিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী নিজেই তার কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শরাফত ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজন বগুড়া জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান মন্টু, সহ-সভাপতি রঞ্জনা খানম, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম-সম্পাদক সেলিম রেজা সানু, সাংগাঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন, প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরী রনি, সদস্য এ্যাডঃ কোহিনুর খানম, ইউনুছ উদ্দিন, সুজন গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।