ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩

ফজরের পর থেকে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে

মোঃ ছিদ্দিক
জানুয়ারি ১৩, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ ছিদ্দিক নিজস্ব প্রতিনিধি

ফজরের পর বিশ্ব ইজতেমা শুরু টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। আজ ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলীগ জামাতের বৃহত্তম এ জমায়েত। দু’পক্ষের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা হচ্ছে আলাদাভাবে। প্রথমে অংশ নিচ্ছেন জুবায়েরপন্থীরা। বৃহস্পিতবার (১২ জানুয়ারি) ইজেতমাগামী বিপুল লোকসমাগমের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। শুধু উত্তরা-টঙ্গী সড়ক নয় মহাখালী, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মতিঝিল, গুলশানসহ রাজধানীর বেশিরভাগ সড়কে ছিল তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সারি সারি যানবাহন। এর ফলে বেগ পেতে হয় অফিসগামীদের।

করোনার কারণে দুই বছর পর আবার শুরু হতে যাচ্ছে মুসল্লিদের বিশাল জমায়েত। ছোট ছোট দলে বিভক্ত হয়ে ময়দানে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। নিজস্ব খিত্তায় জায়গা না পেয়ে ময়দানের বাইরে সড়কে অবস্থান নিয়েছেন অনেকে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মানুষ। বৃহত্তম এ জমায়েতে উপস্থিত হতে পেরে খুশি দেশি ও বিদেশি মুসল্লিরা। বাংলাদেশ ছাড়াও একশ দেশের প্রায় ১০ হাজার মুসল্লি এই পর্বের ইজতেমায় অংশ নেবেন বলে আশা আয়োজকদের। সেনাবাহিনীর পক্ষ থেকে তুরাগের উপর স্থাপন করা হয়েছে ৭টি পন্টুন ব্রিজ। র‌্যাব,পুলিশ,স্বাস্থ্য বিভাগ, এলজিআরডিসহ অনেক সরকারি বিভাগ ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করছেন।

মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হবে আম বয়ান। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা। আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।