ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩

নওগাঁ ১৬বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোহেল রানা,
জানুয়ারি ১৩, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!
                       

সোহেল রানা,নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় নওগাঁ-১৬ বিজিবি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার রসুলপুর দাখিল মাদ্রাসা মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ ব্যাটালিয়ন এর আয়োজন এ বিজিবি সদর দপ্তর হতে প্রেরিত শীতবস্ত্র (কম্বল) ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত অসহায় অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান কর্মসুচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি,জি । নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নিজস্ব ব্যবস্থাপনায় সাপাহার, পোরশা এবং গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্ত অসহায় ও গরীব দুঃস্থ মানুষের মাঝে ৫০০ টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ১০০০ জনকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ ব্যাটালিয়ন সহকারী পরিচালক এস এম তপছির আহম্মেদ পিবিজিএস,আদাতলা কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল, আইহাই ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সাদেকুল ইসলাম ( ছাদেক) , বামনপাড়া বিওপি কমান্ডর নায়েক সুবেদার আব্দুল জব্বার, সহ বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ ব্যাটালিয়ন এর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।