ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪

ইতালির ভিসেন্সা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাকির হোসেন সুমন
জুন ৬, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ :

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন ইতালিস্হ ভিসেন্সা বিএনপি। ভিসেন্সার একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপির প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা এস এম আলমগীর হোসেন । আলোচনা সভায় বক্তারা বলেন , গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কে থামিয়ে দিতেই নির্মমভাবে হত্যা করা হয় সফল এই রাষ্ট্রনায়ক কে। সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন , নিজামুল হক সেলিম , সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবীর হোসেন , সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক , সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম স্বপন , মোস্তাক আহম্মেদ , তানভীর আহমেদ , একে আজাদ , মহিউদ্দিন সোহাগ, রাসেল পাটোয়ারী , সাইফুল আলম প্রমূখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীদের জন্য দোয়া করা হয়।