ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩

মণিরামপুরে এক বছরের শিশুকন্যা বিষপানে মারাত্মক অসুস্থ

মামুন-উর-রশিশদ,
জানুয়ারি ১৪, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের মণিরামপুরে বিষ পানে রোজা খাতুন (১) নামে এক অবুঝ শিশু মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে ঘটনাটি ঘটে। রোজা খাতুন জাফর আলীর কন্যা। বিষ পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানাযায়, জাফর আলীর স্ত্রী তার শিশুকন্যা রোজা খাতুন (১) ও শাওন (২) কে বারান্দায় খেলা করতে দিয়ে নিজে সংসারের কাজে ব্যস্ত থাকে। রোজা কান্নাকাটি করছিল। কান্না থামাতে অবুঝ বড় ভাই শাওন ঘর থেকে একটা বিষের বোতল এনে বোন রোজার হাতে দেয়। এক পর্যায় বিষের বোতল খুলে যায়। খেলার মাঝে সে বিষ হাত-পা, গায়ে মাখে ও পান করে। এরপর শিশুকন্যা কান্নাকাটি করতে থাকে। মা ছুটে যায় তার কাছে এবং বিষের গন্ধ পেয়ে বুঝতে পারে মেয়ে বিষপান করেছে। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় ডাক্তার রোগীকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সেখান থেকে রোগী মণিরামপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তি না করে ডাক্তার যশোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শিশকন্যা রোজা খাতুন বর্তমান যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক।