
ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
“ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান,লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মান” প্রতিপাদ্য নিয়ে আজ ১৩ জানুয়ারি সন্ধায় নীলফামারী জেলার ডিমলা উপজেলা শাখা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মমতাজুল ইসলাম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার -ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইব্রাহিম কামাল ডিআই, ফেরদৌস পারভেজ জেলা পরিষদের সদস্য, সাইয়েন কাদির। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও ইউনিয়ন শাখার ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ। সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দগন।
আলোচনা সভা শেষে সমাবেশ মন্ঞে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীবৃন্দ।