ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩

মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

জাববার হোসেন (জিয়ারুল)
জানুয়ারি ১৫, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মেহেরপুর মুজিবনগর উপজেলা প্রতিদিনঃ

বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারেরবর্গের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে।

শনিবার সকালের দিকে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সস্থ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোঃ সাহাদাত হোসেন,বিভিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হিসেবে কম্বল তুলে দেন। তিনি নিজ হাতে প্রতিটি পরিবারের -সদস্যদের মাঝে “কম্বল উপহার” বিতরণ করেন।

মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মেহেরপুর জানান যে, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের ৬ টি পরিবারের ঘরবাড়ি সংস্কার ও মেরামতের কাজ চলমান রয়েছে। তিনি আরো জানান, “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের প্রতি মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় সার্বক্ষণিক খেয়াল রাখেন।

জেলা কমান্ড্যান্ট মেহেরপুর বলেন, “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের ৬ টি পরিবারের ঘরবাড়ি সংস্কার ও মেরামত কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধান বা দেখভাল করছেন খুলনা রেন্জের উপ মহাপরিচালক মহোদয় শাহ্ আহমদ ফজলে রাব্বী। জেলা কমান্ড্যান্ট বলেন, খুলনা রেন্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা কাজ করছি।