ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩

খুলনার দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুুতি মূলক আলোচনা সভা

স্বপন কুমার রায়
জানুয়ারি ১৬, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি
পূজা উদযাপন পরিষদ খুলনা জেলার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ জানুয়ারী সকাল ১১টারদিকে ডাকবাংলো মোড়ে কার্য্যালেয় দাকোপ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও খুলনা -১ আসনের সাবেক সাংসদ সদস্য ননীগোপাল মন্ডল,। উপজেলা পূজা উদযাপন পরিষদের, সাম্পাদক সঞ্জয় কুমার মোড়লের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য করেন দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের, সিনিয়র সহসভাপতি দেবপ্রসাদ গাইন।বক্তব্য দেন চালনা পৌরসভার সভাপতি অতিন মন্ডল , সম্পাদক সুকৃতি রায়, অধক্ষ্য দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়,গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল,অমিত সাহা, বিধানঘোষ, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়, শ্যানসুন্দর মন্ডল, মাখন লাল চক্রবর্তী ,প্রসেনজিৎ রায়,মুরারীমোহন থান্দার, এ্যাডঃদেবপ্রসাদ বৈদ্য,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা, মুরারী হালদার, নিমাই মন্ডল, স্বপন কুমার মন্ডল, অগংদ বাইন,বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী,শিবেন্দ্রপ্রসাদরায়, দূর্গপদরায়,প্রভাষরায়, নিহার রায়,সুধাংশু বৈদ্য,সমরেশ রায়, বিলাশ বিশ্বাস, কমলেশরায়, হরিপদরায়, সুরঞ্জন রায়,সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার দেবান্দ মন্ডল,অনুপবাকচী,প্রমুখ।
.