
আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ৩ কেজি ওজনের দু’টি গাঁজার গাছসহ শফিউল আলম রাজু (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ১১টার দিকে উপজেলার জামুন্না এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের দু’টি গাঁজার গাছসহ রাজুকে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, মাদক আইনে মামলা রেকর্ড করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।