ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪

“জবি শিক্ষক সমিতির পূর্ণদিবস কর্মবিরতি ঘোষনা”

Siam Hossen
জুন ৩০, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থ মন্ত্রণালয়ের বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুন ২০২৪, রবিবার, সকাল ৮:৩০টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও, দুপুর ১২:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উক্ত কর্মবিরতির সময় চলমান পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন,৩০ তারিখের কর্মসূচির পরে আমাদের দাবি মানা না হলে ১ লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।উক্ত সময়ে ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।