ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২

নওগাঁয় বিশেষ অভিযানে ৭৫০ লিটার চোলাই মদসহ ভারতি রানী নামে একজন নৃগোষ্ঠী আদিবাসীকে গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার
নভেম্বর ২৯, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে মাদকের বিশেষ অভিযানে ৭৫০ লিটার চোলাই মদসহ একজন আধিবাসী মহিলাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ভারতী তিগ‍্যা (৫৪) বদলগাছীর মথুরাপুর ইউপির পশুরামপুরের মৃত দিলীপ তিগ‍্যার মেয়ে।
থানাসূত্রে জানাযায়, সোমবার রাত আনুমানিক পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে এসআই আবু তাহের, এএসআই বিপেন, এএসআই নিহার এবং এএসআই মিজানুর ও সুমাইয়া বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির পশুরামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতী তিগ‍্যার বাড়ী থেকে চোলাই মদের কাঁচামাল সহ ৭৫০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনা স্থলেই চোলাই মদের কাঁচামাল নষ্ট করা হয়।
এ ব‍্যাপারে আটককৃত ভারতী তিগ‍্যার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ ব‍্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিয়ার রহমান বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।আসামী দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রয়ের সাথে জড়িত এমন তথ‍্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মাদককে না বলুন। মাদকের বিরুদ্ধে বদলগাছী থানার বিশেষ অভিযান অব‍্যহত থাকবে