
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় এসএসসি পরিক্ষায় পাশ না করায় অভিমানে ভারতী রানী (১৬) নামের এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের দেশিবাই নলঝুড়িপাড়ায় এঘটনা ঘটে। সরেজমিন ও পুলিশ সূত্রে জানাযায় ওই এলাকার দূলর্ভ চন্দ্রের মেয়ে ভারতী রানী পূর্নিমা এবার এসএসসি পরিক্ষা দিয়েছিল।কিন্তু সে পরিক্ষায় পাশ না করায় অভিমানে সবার অজান্তে বিষ পান করে।পরে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে থানা ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান পূর্ণিমা ফেল করায় অভিমানে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সৎকার করতে দেওয়া হয়েছে। ওর বাবা একটি ইউডি মামলা করেছ। পূর্ণিমা উত্তর দেশিবাই উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী ছিল। উল্লেখ্য এই স্কুল থেকে ১০১ জন পরিক্ষার্থীর মধ্যে ৩০ জন ফেল করে।