ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪

” পুলিশি বাধা এবং ব্যারিকেড উপেক্ষা করে শাহবাগে জবি শিক্ষার্থীরা”

Siam Hossen
জুলাই ১৩, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি,

কোটা সংস্কারের এক দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক ভেঙ্গে ও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়।

আজ ১১ জুলাই ( বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটায় ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এই সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের তালা,গেট ভেঙে বিক্ষোভ মিছিলটি বের করেন।
এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পুরান ঢাকার শাঁখারী বাজার ওরাই সাহেব বাজার মোড়ে পুলিশ ব্যারিকেট দেয়। তবে শিক্ষার্থীদের ব্যারিকেড এবং বাঁধা দিয়ে ধরে রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।